List of Lakes in India - ভারতের বিভিন্ন হ্রদের নামের তালিকা ও অবস্থান
![]() |
| List of Lakes in India - ভারতের বিভিন্ন হ্রদের নামের তালিকা ও অবস্থান |
নমস্কার বন্ধুরা,
আজ আমি তোমাদের ভারতের বিভিন্ন হ্রদের নাম ও অবস্থানের তালিকা প্রদান করছি যেগুলো বিভিন্ন Competitive Exams যেমন WBSSC Group C & Group D, WBCS , Railway NTPC, সহ আরো অনান্য পরীক্ষায় খুবই সাহায্য করবে বলে আশা করছি,
সুতরাং দেরি না করে নিচের লিস্টটি পড়ে নাও।।।
আর এরকমই সব ধরনের আপডেট ও প্রতিদিনের কুইজ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন, লিংক নিচে দেওয়া হলো-
| ভারতের বিভিন্ন হ্রদের নাম | অবস্থান |
|---|---|
| লঙ্কারনসার হ্রদ | রাজস্থান |
| দিদওয়ানা হ্রদ | রাজস্থান |
| ফতেহসাগর হ্রদ | রাজস্থান |
| জয়সমন্দ হ্রদ | রাজস্থান |
| সম্ভর হ্রদ | রাজস্থান |
| পিচোলা হ্রদ | রাজস্থান |
| রাজসমন্দ হ্রদ | রাজস্থান |
| ডাল লেক | জম্মু ও কাশ্মীর |
| উলার লেক | জম্মু ও কাশ্মীর |
| বারিনাগ হ্রদ | জম্মু ও কাশ্মীর |
| মানস বল হ্রদ | জম্মু ও কাশ্মীর |
| নাগিন হ্রদ | জম্মু ও কাশ্মীর |
| শেষনাগ হ্রদ | জম্মু ও কাশ্মীর |
| অনন্তনাগ হ্রদ | জম্মু ও কাশ্মীর |
| সাততাল হ্রদ | উত্তরাখণ্ড |
| নৈনিতাল হ্রদ | উত্তরাখণ্ড |
| রক্ষতাল হ্রদ | উত্তরাখণ্ড |
| মালতাল হ্রদ | উত্তরাখণ্ড |
| দেবতাল হ্রদ | উত্তরাখণ্ড |
| নৌকোচিয়াতাল হ্রদ | উত্তরাখণ্ড |
| খরপতাল হ্রদ | উত্তরাখণ্ড |
| হসেনসাগর হ্রদ | অন্ধ্র প্রদেশ |
| কলেরু হ্রদ | অন্ধ্র প্রদেশ |
| ভেম্বনাদ হ্রদ | কেরালা |
| অষ্টমুদি হ্রদ | কেরালা |
| পেরিয়ার লেক | কেরালা |
| লনার হ্রদ | মহারাষ্ট্র |
| পলিকট হ্রদ | তামিলনাড়ু ও অন্ধ্র |
| লেকটাক হ্রদ | মণিপুর |
| চিলকা হ্রদ | ওড়িশা |

No comments:
Post a Comment