ছাত্র বন্ধু

এখানে আপনারা পেয়ে যাবেন প্রতিদিনের Current Affairs, Quizzes, Questions & Answer প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে । তাই দেরি না করে আমাদের সাথে যুক্ত হন নিজের Career কে সফভাবে প্রতিষ্ঠত করতে

Breaking

Monday, June 14, 2021

Current Affairs Today 12.06.21

 Current Affairs Today 12.06.21: 

Hi Aspirants of Bengal or any other states check out the latest current affairs in Bengali on 12.06.21, 

নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ Current Affairs নিয়ে , যা আপনাদের UPSC, Bank , Railway এবং আরও অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 
এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন সম্পূর্ণ বাঙলা ভাষায় Daily Quize, Monthly Current Affairs in Bengali pdf এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য । 

1. সম্প্রতি, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের কে  All India Survey on Higher Education (AISHE) 2019-20 2019-20 রিপোর্ট করেছে?

ANSWER: (A) রমেশ পোখরিয়াল
Explain:-

 2. ওটিটি প্ল্যাটফর্মের অভিযোগ নিরসনের জন্য কাকে আইএএমএআই(IAMAI) এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে?

ANSWER: (B) বিচারপতি এ কে সিক্রি
Explain:-

 3. কোন রাজ্য সরকার লাইফ সায়েন্স পার্কে একটি COVID 19 ভ্যাকসিন উৎপাদন ইউনিট স্থাপনের অনুমোদন দিয়েছে?

ANSWER: (A) কেরালা
Explain:-

 4. মাউন্ট একো ডাম্বিং, যা সম্প্রতি খবরে প্রকাশিত হয়েছে, কোন রাজ্যে অবস্থিত?

ANSWER: (C) অরুণাচল প্রদেশ
Explain:-

 5. “Global Liveability Ranking 2021” এ কোন শহর শীর্ষে রয়েছে?

ANSWER: (B) অকল্যান্ড
Explain:-

 6. সম্প্রতি, কোন সংস্থা পৃথিবীতে দীর্ঘতম Undersea Cable নির্মাণের ঘোষণা দিয়েছে এ ?

ANSWER: (C) GOOGLE
Explain:-

 7. ভারতের প্রাক্তন বক্সার রাজ বাঁকো সিং, যিনি সম্প্রতি মারা গেলেন তিনি কতো সালে অর্জুন নামে পুরষ্কারে সম্মানিত হয়েছিলেন?

ANSWER: (A) ১৯৯৮
Explain:-

 8. কোন দেশের রেল মন্ত্রক বিশ্বের বৃহত্তম "সবুজ রেলওয়ে নেটওয়ার্ক"(Green Railway Network) হয়ে উঠতে কাজ করে চলেছে?

ANSWER: (B) ভারত
Explain:-

 9. নিম্নলিখিতগুলির কোন সংস্থা কৃষকদের "চাহিদা ভিত্তিক টেলি কৃষি পরামর্শ" সরবরাহ করার জন্য ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের সাথে সমঝোতা স্বাক্ষর করেছে ?

ANSWER: (B) ICAR (Indian Council of Agricultural Research)
Explain:-

 10. 12 জুন সারা পৃথিবীতে কোন দিবস হিসাবে পালন করা হয়?

ANSWER: (B) World Child Labor Prohibition Day
Explain:-

No comments:

Post a Comment