Environment MCQ Questions Part- 1 for All Competitive Exams
![]() |
| Environment MCQ Questions Part- 1 for All Competitive Exams |
আজ আমি তোমাদের পরিবেশ বিদ্যার কিছু গুরুত্বপুর্ণ প্রশ্ন সেট প্রদান করছি যেগুলো বিভিন্ন Competitive Exams যেমন WBSSC Group C & Group D, WBCS , Railway NTPC, সহ আরো অনান্য পরীক্ষায় খুবই সাহায্য করবে বলে আশা করছি,
সুতরাং দেরি না করে নিচের 30 টি পরিবেশবিদ্যার প্রশ্নোত্তর পড়ে নাও।।।
আর এরকম ই সব ধরনের আপডেট ও প্রতিদিনের কুইজ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন, লিংক নিচে দেওয়া হলো-
🎯চলুন শুরু করা যাক আজকের পরিবেশ বিদ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর-----
💢1. হাসপাতালের আর্বজনা পােড়ানাের যন্ত্রটির নাম কি ?
উত্তর: ইলসিনেটর
💢2 . ভারতে ফ্যাক্টরি আইন চালু হয়েছিল কবে ?
উত্তর: 1948 সালে
💢3 . "National Wasteland Development" বোর্ড কবে গঠিত হয় ?
উত্তর: 1945 সালে
💢4 . আর্সেনিক ঘটিত কযেকটি রােগ হলাে ?
উত্তর: কার্সেনােমা ও মেলানােসিস
💢5 . এক লিটার জলে আর্সেনিকের মাত্রা হওয়া উচিত ?
উত্তর: 0 . 05 ml .
💢6 . ফ্লাই অ্যাস নির্গত হয় কোথা থেকে ?
উত্তর: তাপবিদ্যুত কেন্দ্র থেকে
💢7 . হিমঘর থেকে কোন বায়ুদূষক গ্যাস নির্গত হয় ?
উত্তর: অ্যামােনিয়া
💢৪ . ভূগর্ভস্থ জলদূষন ঘটায় দুটি মৌলের নাম হলাে-
উত্তর: আর্সেনিক ও সুরাইড
💢9 . উদ্ভিদদের পাতা ঝরার রােগটির নাম ?
উত্তর: অবসিমন
💢10 . ধাঁয়াশা সৃষ্টির কারন হলাে-
উত্তর: CO .
💢11 , পশ্চিমবঙ্গে আর্সেনিক আক্রান্ত জেলার সংখ্যা কতটি ?
উত্তর: 12 টি
💢12 . পেট্রোলে কোন ধাতু মেশানাে হয় ?
উত্তর: সীসা
💢13 . PAN - এর পুরাে নাম কি ?
উত্তর: Peroxy Acetyl Nituate
💢14 . ভারতে কত শতাংশ বনভূমি আছে ?
উত্তর: 19 . 47 %
💢15 . একটি ছত্রাক নাশক হলাে-
উত্তর: কার্বন - বাই - সালফাইড
💢16 . খাদ্যশৃঙ্খলের আকুতি কেমন ?
উত্তর: সরলরেখার মতাে
💢17 . পরিবেশ বিষয়ক হিসেব - নিকেশকে কি বলা হয়ে থাকে ?
উত্তর: Green Accounting .
💢18 . বাস্তুতন্ত্রে সমস্ত প্রানীগােষ্টীকে একত্রে কি বলা হয়ে থাকে ?
উত্তর: ফনা
💢19 . বাস্তুতন্ত্রিক বিশৃঙ্খলাকে কি বলা হয়ে থাকে ?
উত্তর: এনট্রপি
💢20 . উদ্ভিদ শূন্য স্থান তৈরীর কারন কি ?
উত্তর: অমুৎপাত
💢21 . বাস্তুতন্ত্রে সমস্ত উদ্ভিদগােষ্ঠীকে একত্রে কি বলা হয়ে থাকে ?
উত্তর: ফ্লোল্লা
💢22 . Ecosystem ' - কথাটা প্রথম কে বলেছিল ?
উত্তর: এ . জি . ট্রান্সলে
💢23 . “ Ecology ' - কথাটা প্রথম কে ব্যবহার করে ?
উত্তর: আর্নস্ট হেকেল
💢24 . ‘ Ecology ' - কথাটা এসেছে ‘ oikos ' শব্দ
থেকে , ‘ oikos ’ শব্দটি হলাে একটি
উত্তর: গ্রীক শব্দ
💢25 . জীবমন্ডলের বিস্তার কত km পর্যন্ত ?
উত্তর: 13 km.
আরো পড়ুন;

No comments:
Post a Comment