ছাত্র বন্ধু

এখানে আপনারা পেয়ে যাবেন প্রতিদিনের Current Affairs, Quizzes, Questions & Answer প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে । তাই দেরি না করে আমাদের সাথে যুক্ত হন নিজের Career কে সফভাবে প্রতিষ্ঠত করতে

Breaking

Thursday, June 24, 2021

History MCQ Questions for All Competitive Exams

History MCQ Questions Part- 1 for All Competitive Exams

History MCQ Questions Part- 1 for All Competitive Exams


নমস্কার বন্ধুরা
আজ আমি তোমাদের ইতিহাসের কিছু গুরুত্বপুর্ণ প্রশ্ন সেট প্রদান করছি যেগুলো বিভিন্ন Competitive Exams যেমন WBSSC Group C & Group D, WBCS , Railway NTPC, সহ আরো অনান্য পরীক্ষায় খুবই সাহায্য করবে বলে আশা করছি, 
সুতরাং দেরি না করে নিচের 30 টি ইতিহাসের প্রশ্নোত্তর পড়ে নাও।।।

আর এরকম ই সব ধরনের আপডেট ও প্রতিদিনের কুইজ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন, লিংক নিচে দেওয়া হলো-


 চলুন আজকের প্রশ্নোত্তর পর্ব - ১  শুরু করা যাক ---

💢১. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে?

উত্তর: মঙ্গল পান্ডে


💢২. সলবাইয়ের সন্ধি কত সালে হয়?

উত্তর:  ১৭৮২ সালে


💢৩. জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? 

উত্তর:  ডাফরিন


💢৪. গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন কোন বৃক্ষের নিচে? 

উত্তর: অশ্বত্থ


💢৫. কবিরের ভক্তিমূলক গান কে কি বলে? 

উত্তর: দোঁহা


💢৬. পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় কোন আইনের সাহায্যে? 

উত্তর: মর্লেমিন্টো


💢৭. মুঘলদের সময় সরকারি ভাষা কি ছিল? 

উত্তর: ফার্সি


💢৮. অতীশ দীপঙ্কর কে ছিলেন? 

উত্তর: বৌদ্ধ পণ্ডিত


💢৯. জামা মসজিদ কে নির্মান করেন? 

উত্তর: শাহজাহান


💢১০. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? 

উত্তর: কৃষ্ণকুমার মিত্র


💢১১. মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী? 

উত্তর: ঔরঙ্গজেব


💢১২. কার রাজসভায় অষ্টপ্রধান ছিলেন?

 উত্তর: শিবাজী


💢১৩. স্যার টমাস রো কার আমলে ভারতে আসেন? 

উত্তর: জাহাঙ্গীরের আমলে


💢১৪. মালিক কাফুর কে ছিলেন?

উত্তর:  আলাউদ্দিন খলজির সেনাপতি


💢১৫. বিজয়নগর এর প্রতিষ্ঠাতা কে? 

উত্তর: হরিহর


💢১৬. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? 

উত্তর: খিজির খান


💢১৭. ভারত সভা কত সালে স্থাপিত হয়? 

উত্তর: ১৮৭৬ সালে


💢১৮. আলিপুর বোমা মামলায় প্রধান আসামী কে ছিলেন? 

উত্তর: অরবিন্দ ঘোষ


💢১৯. সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? 

উত্তর: ব্রহ্মবান্ধব উপাধ্যায়


💢২০. বক্সারের যুদ্ধ কত সালে হয়?

উত্তর:  ১৭৬৪ সালে


💢২১. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? 

উত্তর: লালা হরদয়াল


💢২২. সাইমন কমিশন কত সালে ভারতে আসে? 

উত্তর: ১৯২৮ সালে


💢২৩. গান্ধী বুড়ি কাকে বলা হয়? 

উত্তর: মাতঙ্গিনী হাজরা


💢২৪. ভারতছাড়ো আন্দোলনের সূচনা কে করেন? 

উত্তর: গান্ধীজি


💢২৫. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?

উত্তর:  লর্ড মাউন্টব্যাটেন


💢২৬. নৌ বিদ্রোহ কত সালে হয়? 

উত্তর: ১৯৪৬ সালে


💢২৭. কুনিক উপাধি কে গ্রহণ করেন? 

উত্তর: অজাতশত্রু


💢২৮. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? 

উত্তর: বিম্বিসার


💢২৯. ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? 

 উত্তর: সুভাষচন্দ্র বসু


💢৩০. গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়?      

উত্তর: ১৯৩১ সালে


আরও পড়ুন;

ভূগোলের কয়েকটি গুরুত্বপুর্ণ প্রশ্নোত্তর


No comments:

Post a Comment