ছাত্র বন্ধু

এখানে আপনারা পেয়ে যাবেন প্রতিদিনের Current Affairs, Quizzes, Questions & Answer প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে । তাই দেরি না করে আমাদের সাথে যুক্ত হন নিজের Career কে সফভাবে প্রতিষ্ঠত করতে

Breaking

Monday, June 21, 2021

General Knowledge in Geography for all Competitive Exam

 নমস্কার বন্ধুরা,

আজ আমরা ভূগোলের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, এখানে আমি মোট 30 টি প্রশ্ন সেট করেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ও উপযোগী সমস্ত competitive exam, West Bengal Police constable, West Bengal Police SI, WBCS, ICDS, WBPSC ও অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য...

তো বন্ধুরা দেরি না করে প্র্যাক্টিস করা শুরু করে দাও আর চাইলে পুরো PDF টা তোমরা ডাউনলোড ও করতে পারো নিচে দেওয়া লিংকে থেকে ।।।।

General knowledge in geography



1. আমাদের সৌরমণ্ডল যে ছায়াপথের (Galaxy) অন্তর্গত তার নাম কী? 

উত্তর: আকাশগঙ্গা (Milky Way)


2. সৌরজগতের নিকটতম নক্ষত্রের নাম কী ? 

উত্তর: প্রক্সিমা সেন্টাউরি


3. পৃথিবীর যমজ গ্রহের নাম কি?

উত্তর: শুক্র


4. 'গ্রেট রেড স্পট' দেখা যায় যে কোন গ্রহে ?

উত্তর: বৃহস্পতি


5. মঙ্গলের উপগ্রহের নাম কি ?

 উত্তর: ফোবোস ও ডিমোস


6. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নম কি ?

উত্তর: বৃহস্পতি


7. সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহের নাম কি ?

উত্তর: বুধ


8. সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি?

উত্তর: গ্যানিমিড (বৃহস্পতির উপগ্রহ)


9. কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে ?

উত্তর: বৃহস্পতির (67টি)


10. কোন গ্রহ সবচেয়ে দ্রুত সূর্যকে পরিক্রম করে ?

উত্তর: বুধ


11. সূর্যকে পরিক্রমনের ক্ষেত্রে ধীরতম গ্রহ কোনটি ?

উত্তর: নেপচুন


12. কোন গ্রহ যেটি পূর্ব থেকে পশ্চিমে ঘোরে ?

উত্তর: শুক্র


13. শনির সবচেয়ে বড় উপগ্রহ হল ?

উত্তর: টাইটান


14. সূর্যের আয়তন পৃথিবীর কতো গুন ?

উত্তর: পৃথিবীর আয়তনের 13 লক্ষ গুন


15. সূর্যের ভর পৃথিবীর কতো গুন ?

উত্তর: পৃথিবীর ভরের 3.3 লক্ষ গুন


16. পৃথিবীতে সূর্যকিরন পৌছাতে কতো সময় লাগে ?

উত্তর: 8 মিনিট 19 সেকেন্ড


17. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতো ?

উত্তর: 15 কোটি কিমি


18. পৃথিবীর বয়স কত ? 

উত্তর: আনুমানিক 4.5 লক্ষ কোটি বছর


19. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত ? 

উত্তর: 3 লক্ষ 84 হাজার 400 কিমি


20. পৃথিবীর চারিদিকে চাঁদের আবর্তন করতে কতো সময় লাগে ?

উত্তর: 27.33 দিন


21. পৃথিবীর সর্বত্র দিন-রাত্রি সমান হয় কোন দিন ?

উত্তর: 21 মার্চ 23 সেপ্টেম্বর


22. উত্তর গোলার্ধে বড় দিন কোনটি ?

উত্তর: 21 জুন


23. উত্তর গোলার্ধে ছোট দিন কোনটি ?

উত্তর: 22 ডিসেম্বর


24. দক্ষিণ গোলার্ধে বড় দিন কোনটি ?

উত্তর: 22 ডিসেম্বর


25. দক্ষিণ গোলার্ধে ছোট দিন কোনটি ?

উত্তর: 21 জুন


26. সূর্যরশ্মি ঠিক লম্বভাবে নিরক্ষরেখের উপর পড়ে কোন কোন দিনে ?

উত্তর: 21 মার্চ 23 সেপ্টেম্বর


27. মহাবিষুব ও জলবিষুব যথাক্রমে -

উত্তর: 21 মার্চ 23 সেপ্টেম্বর


28. সূর্য কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরন দেয় যথাক্রমে -

উত্তর: 21 জুন ও 22 ডিসেম্বর


29. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি (অপসূর) হয় -

উত্তর: 4 জুলাই (15 কোটি 20 লক্ষ কিমি)


30. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম (অনুসূর) হয় -

উত্তর: 3 জানুয়ারি (14 কোটি 70 লক্ষ কিমি)



🔴 পুরো PDF টা ডাউনলোড করার জন্য নিচের লিংক এ ক্লিক করুন 👇👇👇


No comments:

Post a Comment