Chief Ministers of India 2021 – Updated List Of Chief Ministers in Bengali
![]() |
| Chief Ministers of India 2021 – Updated List Of Chief Ministers in Bengali |
নমস্কার বন্ধুরা,
আজ আমি তোমাদের ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের বর্তমান মুখ্যমন্ত্রীর লিস্ট প্রদান করছি যেগুলো বিভিন্ন Competitive Exams যেমন WBSSC Group C & Group D, WBCS , Railway NTPC, সহ আরো অনান্য পরীক্ষায় খুবই সাহায্য করবে বলে আশা করছি,
সুতরাং দেরি না করে নিচের লিস্টটি পড়ে নাও।।।
আর এরকমই সব ধরনের আপডেট ও প্রতিদিনের কুইজ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন, লিংক নিচে দেওয়া হলো-
| রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চল | মুখ্যমন্ত্রীর নাম |
|---|---|
| অন্ধ্র প্রদেশ | শ্রী ওয়াই.এস. জগন মোহন রেড্ডি |
| অরুণাচল প্রদেশ | শ্রী পেমা খান্ডু |
| অসম | শ্রী হিমন্ত বিশ্ব সরমা |
| বিহার | শ্রী নীতীশ কুমার |
| ছত্তিশগড় | শ্রী ভূপেশ বাঘেল |
| দিল্লি | শ্রী অরবিন্দ কেজরিওয়াল |
| গোয়া | শ্রী প্রমোদ সাওয়ান্ত |
| গুজরাট | শ্রী বিজয়ভাই আর.রূপানী |
| হরিয়ানা | শ্রী মনোহর লাল |
| হিমাচল প্রদেশ | শ্রী জয়রাম ঠাকুর |
| ঝাড়খণ্ড | শ্রী হেমন্ত সোরেন |
| কর্ণাটক | শ্রী বি. এস. ইয়েদিউরাপ্পা |
| কেরালা | শ্রী পিনারাই বিজয়ন |
| মধ্য প্রদেশ | শ্রী শিবরাজ সিং চৌহান |
| মহারাষ্ট্র | শ্রী উদ্ধব ঠাকরে |
| মণিপুর | শ্রী এন. বীরেন সিং |
| মেঘালয় | শ্রী কনরাড কোংকল সাংমা |
| মিজোরাম | শ্রী পু জোরামথংগা |
| নাগাল্যান্ড | শ্রী নীফিউ রিও |
| ওড়িশা | শ্রী নবীন পাটনায়েক |
| পুদুচেরি | শ্রী এন. রাঙ্গাসস্বামী |
| পাঞ্জাব | শ্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং |
| রাজস্থান | শ্রী অশোক গেহলত |
| সিকিম | শ্রী পি.এস. গোলে |
| তামিলনাড়ু | শ্রী এম.কে স্টালিন |
| তেলেঙ্গানা | শ্রী কে. চন্দ্রশেখর রাও |
| ত্রিপুরা | শ্রী বিপ্লব কুমার দেব |
| উত্তর প্রদেশ | শ্রী যোগী আদিত্য নাথ |
| উত্তরাখণ্ড | শ্রী তীরথ সিং রাওয়াত |
| পশ্চিমবঙ্গ | শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় |

No comments:
Post a Comment