ছাত্র বন্ধু

এখানে আপনারা পেয়ে যাবেন প্রতিদিনের Current Affairs, Quizzes, Questions & Answer প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে । তাই দেরি না করে আমাদের সাথে যুক্ত হন নিজের Career কে সফভাবে প্রতিষ্ঠত করতে

Breaking

Sunday, July 4, 2021

General Knowledge in Bengali 2021 Part - 2

Genaral Knowledge MCQ Questions Part- 2 for All Competitive Exams || General Knowledge in Bengali 2021

Genaral Knowledge MCQ Questions Part- 2 for All Competitive Exams 


নমস্কার বন্ধুরা, 

আজ আমি তোমাদের জেনারেল নলেজের কিছু গুরুত্বপুর্ণ প্রশ্ন সেট প্রদান করছি যেগুলো বিভিন্ন Competitive Exams যেমন WBSSC Group C & Group D, WBCS , Railway NTPC, সহ আরো অনান্য পরীক্ষায় খুবই সাহায্য করবে বলে আশা করছি, 
সুতরাং দেরি না করে নিচের কয়েকটি জেনারেল নলেজের প্রশ্নোত্তর পড়ে নাও।।।

আর এরকমই সব ধরনের আপডেট ও প্রতিদিনের কুইজ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন, লিংক নিচে দেওয়া হলো-


💢 ফরাসি বিপ্লবের শিশু কাকে বলা হয় ?  

✅ নেপোলিয়ানকে


💢 "My life" গ্রন্থের লেখক কে ?

✅ বিল ক্লিনটন


💢 "গ্লাস্তনস্ত" ও "পেরেস্ত্রৈকা" নীতির প্রবর্তক কে ?

✅ মিখাইল গর্বাচেভ


💢 "নিউ ফ্রিডম" গ্রন্থটির লেখক কে ?

✅ উড্রো উইলসন


💢 হিটলারের গোপন পুলিশ বাহিনী নাম  কি ?

✅ গেস্টাপো


💢 ১৯১৭ সালের রুশ বিপ্লবের নায়ক কে ?

✅ ভ্লাদিমির ইলিচ লেলিন


💢 যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপ করেন  কে ?

✅আব্রাহাম লিন্কন


💢 ভারতীয় উপমহাদেশে হরতালের প্রবর্তক  কে ?

✅মহাত্মা গান্ধী


💢 মহাত্মা গান্ধীকে কে "মহাত্মা" উপাধি দেন ? 

✅ রবীন্দ্রনাথ ঠাকুর


💢 "History of the second world war" গ্রন্থটির রচয়িতা কে ?

✅ উইনস্টন চার্চিল


আরও পড়ুন ; 

 জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব- 1

 পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগোলিক উপনাম

 ভারতীয় রেলওয়ে সম্পর্কে জেনারেল নলেজ

No comments:

Post a Comment