List of Sanctuaries and National Park in India - ভারতের বিভিন্ন অভয়ারণ্য ও জাতিয় উদ্যানের তালিকা
![]() |
| List of Sanctuaries and National Parks in India |
নমস্কার বন্ধুরা,
আজ আমি তোমাদের ভারতের বিভিন্ন অভয়ারণ্য ও জাতীয় উদ্যানের নামের তালিকা প্রদান করছি যেগুলো বিভিন্ন Competitive Exams যেমন WBSSC Group C & Group D, WBCS , Railway NTPC, সহ আরো অনান্য পরীক্ষায় খুবই সাহায্য করবে বলে আশা করছি,
সুতরাং দেরি না করে নিচের লিস্টটি পড়ে নাও।।।
আর এরকমই সব ধরনের আপডেট ও প্রতিদিনের কুইজ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন, লিংক নিচে দেওয়া হলো-
| অভয়ারন্য ও জাতীয় উদ্যানের নাম | অবস্থান |
|---|---|
| জালদাপাড়া অভয়ারণ্য | জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ |
| কাজিরাঙ্গা জাতীয় উদ্যান | জোরহাট, আসাম |
| সোনাই-রূপাই অভয়ারণ্য | আসাম |
| কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান | গ্যাংটক, সিকিম |
| চন্দ্রপ্রভা অভয়ারণ্য | উত্তরপ্রদেশ |
| ঘানা পাখিরালয় অভয়ারণ্য | ভরতপুর, রাজস্থান |
| দাচিগ্রাম অভয়ারণ্য | জম্মু ও কাশ্মীর |
| আচানাকমার অভয়ারণ্য | ছত্তিশগড় |
| গৌতম বুদ্ধ অভয়ারণ্য | বিহার |
| ভিতরকনিকা অভয়ারণ্য | ওডিশা |
| নলবন পক্ষী অভয়ারণ্য | ওডিশা |
| মালাবার অভয়ারণ্য | কেরল |
| ভালভাডোর জাতীয় উদ্যান | গুজরাট |
| গির জাতীয় উদ্যান ও অভয়ারণ্য | গুজরাট |
| মেরিন জাতীয় উদ্যান | গুজরাট |
| নাগারহোল জাতীয় উদ্যান | কর্ণাটক |
| বানারঘাটা জাতীয় উদ্যান | কর্ণাটক |
| ভদ্রা অভয়ারণ্য | কর্ণাটক |
| দান্দেলি অভয়ারণ্য | কর্ণাটক |
| তুঙ্গভদ্রা অভয়ারণ্য | কর্ণাটক |
| ভেদান্থাঙ্গল পক্ষী অভয়ারণ্য | তালিমনাড়ু |
| গান্ধি সাগর অভয়ারণ্য | মধ্যপ্রদেশ |
| পাঁচমারি অভয়ারণ্য | মধ্যপ্রদেশ |
| বান্ধবগড় জাতীয় উদ্যান | মধ্যপ্রদেশ |
| করবেট ন্যাশানাল পার্ক | উত্তরাখন্ড |

No comments:
Post a Comment