Governors of India 2021 – [Updated] List Of Governors in Bengali
নমস্কার বন্ধুরা,
আজ আমি তোমাদের ভারতের বিভিন্ন রাজ্যের বর্তমান রাজ্যপালের নামের লিস্ট প্রদান করছি যেগুলো বিভিন্ন Competitive Exams যেমন WBSSC Group C & Group D, WBCS , Railway NTPC, সহ আরো অনান্য পরীক্ষায় খুবই সাহায্য করবে বলে আশা করছি,
সুতরাং দেরি না করে নিচের লিস্টটি পড়ে নাও।।।
আর এরকমই সব ধরনের আপডেট ও প্রতিদিনের কুইজ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন, লিংক নিচে দেওয়া হলো-
| রাজ্য | রাজ্যপালের নাম |
|---|---|
| অন্ধ্র প্রদেশ | শ্রী বিশ্ব ভূষণ হরিচন্দন |
| অরুণাচল প্রদেশ | ব্রিগেডিয়ার(অবসরপ্রাপ্ত) ড: বি ডি মিশ্র |
| অসম | অধ্যাপক শ্রী জগদীশ মুখী |
| বিহার | শ্রী ফাগু চৌহান |
| ছত্তিশগড় | সুশ্রী আনুসুইয়া উকেকে |
| গোয়া | শ্রী পি.এস. শ্রীধরণ পিল্লাই |
| গুজরাট | শ্রী আচার্য দেব ব্রত |
| হরিয়ানা | শ্রী বান্দারু দত্তাত্রায় |
| হিমাচল প্রদেশ | শ্রী রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর |
| ঝাড়খণ্ড | শ্রী রমেশ বাইস |
| কর্ণাটক | শ্রী থাওরচাঁদ গহলোট |
| কেরালা | শ্রী আরিফ মোহাম্মদ খান |
| মধ্য প্রদেশ | শ্রী মঙ্গুভাই ছাগনভাই প্যাটেল |
| মহারাষ্ট্র | শ্রী ভগত সিং কোশিয়ারি |
| মণিপুর | শ্রী ডাঃ নাজমা হেপতুল্লা |
| মেঘালয় | শ্রী সত্য পাল মালিক |
| মিজোরাম | শ্রী ডঃ হরি বাবু কম্বামপতি |
| নাগাল্যান্ড | শ্রী আর এন এন রবি |
| ওড়িশা | প্রফেসর শ্রী গণেশী লাল |
| পাঞ্জাব | শ্রী ভি.পি. সিং বদনোর |
| রাজস্থান | শ্রী কালরাজ মিশ্র |
| সিকিম | শ্রী গঙ্গা প্রসাদ |
| তামিলনাড়ু | শ্রী বানওয়ারিলাল পুরোহিত |
| তেলেঙ্গানা | ড: তামিলিসই সৌন্দরারজন |
| ত্রিপুরা | শ্রী সত্যদেও নারায়ণ আর্য |
| উত্তর প্রদেশ | শ্রীমতি আনন্দীবেন প্যাটেল |
| উত্তরাখণ্ড | শ্রীমতি বেবি রানি মৌর্য |
| পশ্চিমবঙ্গ | শ্রী জগদীপ ধানখার |

No comments:
Post a Comment