ছাত্র বন্ধু

এখানে আপনারা পেয়ে যাবেন প্রতিদিনের Current Affairs, Quizzes, Questions & Answer প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে । তাই দেরি না করে আমাদের সাথে যুক্ত হন নিজের Career কে সফভাবে প্রতিষ্ঠত করতে

Breaking

Tuesday, July 6, 2021

General Knowledge in Bengali 2021 Part-3 for All Competitive Exams

Genaral Knowledge MCQ Questions Part- 3 for All Competitive Exams || General Knowledge in Bengali 2021

Genaral Knowledge MCQ Questions Part- 3 for All Competitive Exams || General Knowledge in Bengali 2021


নমস্কার বন্ধুরা, 

আজ আমি তোমাদের জেনারেল নলেজের কিছু গুরুত্বপুর্ণ প্রশ্ন সেট প্রদান করছি যেগুলো বিভিন্ন Competitive Exams যেমন WBSSC Group C & Group D, WBCS , Railway NTPC, সহ আরো অনান্য পরীক্ষায় খুবই সাহায্য করবে বলে আশা করছি, 
সুতরাং দেরি না করে নিচের কয়েকটি জেনারেল নলেজের প্রশ্নোত্তর পড়ে নাও।।।

আর এরকমই সব ধরনের আপডেট ও প্রতিদিনের কুইজ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন, লিংক নিচে দেওয়া হলো-

 


 

💢 চোখের জলে কোন উৎসেচক থাকে ?

✅ লাইসোজাইম।


💢 পায়রার বায়ুথলির সংখ্যা রয়েছে কতগুলি ?

✅ ৯ টি।


💢 জল ও কার্বন-ডাই অক্সাইড কিসের উপাদান ?

✅ সোডা ওয়াটার।


💢 IVF— এর পুরো অর্থ কী ?

✅ In Vitro fertilization।


💢 “The Origin Of life On Earth''— বইটি কার লেখা ?

✅ ওপারিন।


💢 আঙ্গুরে কোন এসিড থাকে ?

✅ টারটারিক, ম্যালিক এসিড।


💢 ‘Biodiversity’— কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?

✅ রোজেন।


💢 সবচেয়ে হালকা মৌলের নাম কী ?

✅ হাইড্রোজেন। 


💢 সবচেয়ে ভারী মৌলের নাম কী ?

✅ ইউরেনিয়াম। 


💢 বায়ুকে কী পদার্থ বলা হয় ?

✅ মিশ্র পদার্থ।


আরও পড়ুন ;

 জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব- 1

 জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব- 2

No comments:

Post a Comment