ছাত্র বন্ধু

এখানে আপনারা পেয়ে যাবেন প্রতিদিনের Current Affairs, Quizzes, Questions & Answer প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে । তাই দেরি না করে আমাদের সাথে যুক্ত হন নিজের Career কে সফভাবে প্রতিষ্ঠত করতে

Breaking

Friday, July 16, 2021

History MCQ Questions For All Competitive Exams

History MCQ Questions Part- 3 for All Competitive Exams In Bengali

History MCQ Questions Part- 3 for All Competitive Exams


নমস্কার বন্ধুরা, 

আজ আমি তোমাদের ইতিহাসের কিছু গুরুত্বপুর্ণ প্রশ্ন সেট প্রদান করছি যেগুলো বিভিন্ন Competitive Exams যেমন WBSSC Group C & Group D, WBCS , Railway NTPC, সহ আরো অনান্য পরীক্ষায় খুবই সাহায্য করবে বলে আশা করছি, 


আর এরকমই সব ধরনের আপডেট ও প্রতিদিনের কুইজ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন, লিংক নিচে দেওয়া হলো-


 


সুতরাং দেরি না করে নিচের কয়েকটি ইতিহাসের প্রশ্নোত্তর পড়ে নাও।।।





💢 তেভাগা আন্দোলন কবে শুরু হয়? 

✅ ১৯৪৬ সালের সেপ্টেম্বর মাসে। 


💢 মেগাস্থিনিসের ‘ইণ্ডিকা’ কোন ভাষায় লেখা? 

✅ গ্রীক ভাষায়। 


💢 মুঘল যুগে ইস্ট ইণ্ডিয়া কোম্পানীর প্রতিনিধি হিসাবে কে ভারতে আসেন? 

✅ উইলিয়াম হকিন্স। 


💢 পর্তুগীজ নাবিক ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন? 

✅ ১৪৯৮ খ্রীষ্টাব্দের ২৭শে মে। 


💢 কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়? 

✅ সমুদ্রগুপ্তকে। 


💢 হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে? 

✅ বাণভট্ট। 


💢 বাংলায় ‘স্বাধীন নবাবী’ কে প্রতিষ্ঠা করেন?

✅ মুর্শিদকুলি খাঁ। 


💢 ওয়াটালুর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে হয়েছিল? 

✅ ১৮১৫ খ্রীষ্টাব্দের ১৮ই জুন। 


💢 তাজমহল কে প্রতিষ্ঠা করেন? 

✅ শাহজাহান। 


💢 শিবাজীর ছেলের নাম কী? 

✅ শম্ভুজী। 


আরও পড়ুন ; 


General Knowledge Part - 2 CLICK HERE
General Knowledge Part - 3 CLICK HERE
History MCQ Questions Part - 1 CLICK HERE
History MCQ Questions Part - 2 CLICK HERE

No comments:

Post a Comment