ছাত্র বন্ধু

এখানে আপনারা পেয়ে যাবেন প্রতিদিনের Current Affairs, Quizzes, Questions & Answer প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে । তাই দেরি না করে আমাদের সাথে যুক্ত হন নিজের Career কে সফভাবে প্রতিষ্ঠত করতে

Breaking

Monday, June 28, 2021

History MCQ Questions in Bengali Part- 2 for All Competitive Exams

History MCQ Questions Part- 2 for All Competitive Exams

History MCQ Questions Part- 2 for All Competitive Exams


নমস্কার বন্ধুরা, 

আজ আমি তোমাদের ইতিহাসের কিছু গুরুত্বপুর্ণ প্রশ্ন সেট প্রদান করছি যেগুলো বিভিন্ন Competitive Exams যেমন WBSSC Group C & Group D, WBCS , Railway NTPC, সহ আরো অনান্য পরীক্ষায় খুবই সাহায্য করবে বলে আশা করছি, 


আর এরকমই সব ধরনের আপডেট ও প্রতিদিনের কুইজ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন, লিংক নিচে দেওয়া হলো-


 


সুতরাং দেরি না করে নিচের 30 টি ইতিহাসের প্রশ্নোত্তর পড়ে নাও।।।


💢১. বিক্রম শীল উপাধি কে গ্রহণ করেন?      

উত্তর: ধর্মপাল


💢২. প্রিয়দর্শীকা কে লিখেন? 

উত্তর: হর্ষবর্ধন


💢৩. শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন?   

উত্তর: হর্ষবর্ধন


💢৪. কালিদাস কার সভাকবি ছিলেন?   

উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্তের


💢৫. মেঘদুত এর রচয়িতা কে? 

উত্তর: কালিদাস


💢৬. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে? 

উত্তর: প্রথম নরসিংহ বর্মন


💢৭. গুপ্তাব্দের প্রচলন কবে হয়? 

উত্তর: ৩২০ সালে


💢৮. কনিষ্কের সভাকবি কে ছিলেন?

 উত্তর: অশ্বঘোষ


💢৯. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?

 উত্তর: শিমুক


💢১০. কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? 

উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত


💢১১. শকাব্দ কে প্রচলন করেন?

 উত্তর: কনিষ্ক


💢১২. গান্ধার শিল্প কোন যুগের?

উত্তর: কুষাণ যুগের


💢১৩. পুনা চুক্তি হয় কত সালে?

উত্তর: ১৯৩২ সালে


💢১৪. মাস্টারদা নামে কে পরিচিত?

উত্তর: সূর্য সেন


💢১৫. স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন?

উত্তর: যতীন দাস


💢১৬. গান্ধী আরউইন চুক্তি অপর নাম কি? 

উত্তর: দিল্লি চুক্তি


💢১৭. কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন?

উত্তর: রামপ্রসাদ বিসমিল


💢১৮. রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়?

 উত্তর: ১৯৩০ সালে


💢১৯. রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় কত সালে?

উত্তর: ১৯১৭ সালে


💢২০. রাওলাট আইন পাস হয় কত সালে? 

উত্তর: ১৯১৯ সালে


💢২১. খোদা সত্যাগ্রহ হয় কত সালে?

উত্তর: ১৯১৮ সালে


💢২২. গান্ধীজী প্রথম সত্যাগ্রহ কোথায় করেন?

উত্তর: দক্ষিণ আফ্রিকার নাটালে


💢২৩. ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন?

উত্তর: চম্পারনে


💢২৪. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: হরিশচন্দ্র মুখোপাধ্যায়


💢২৫. দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় কত সালে?

উত্তর: ১৮৭৫ সালে


💢২৬. ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে?

উত্তর: ফারুকশিয়ার


💢২৭. পাটলিপুত্র কোথায় অবস্থিত? 

উত্তর: গণ্ডক-গঙ্গা-শোন নদীর সঙ্গমে


💢২৮. ম্যাঙ্গালোরের সন্ধি হয় কত সালে? 

উত্তর: ১৭৮৪ সালে


💢২৯. বৃহৎকথা কে লেখেন?

 উত্তর: গুণাঢ্য


💢৩০. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? 

 উত্তর: উইলিয়াম জোন্স


আরও পড়ুন ; 

 জেনারেল নলেজ পর্ব - 1

 ইতিহাস কয়েকটি গুরুত্বপুর্ণ প্রশ্নোত্তর পর্ব - 1

No comments:

Post a Comment