History MCQ Questions Part- 4 for All Competitive Exams In Bengali
![]() |
| History MCQ Questions Part- 4 for All Competitive Exams In Bengali |
নমস্কার বন্ধুরা,
আজ আমি তোমাদের ইতিহাসের কিছু গুরুত্বপুর্ণ প্রশ্ন সেট প্রদান করছি যেগুলো বিভিন্ন Competitive Exams যেমন WBSSC Group C & Group D, WBCS , Railway NTPC, সহ আরো অনান্য পরীক্ষায় খুবই সাহায্য করবে বলে আশা করছি,
আর এরকমই সব ধরনের আপডেট ও প্রতিদিনের কুইজ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন, লিংক নিচে দেওয়া হলো-
সুতরাং দেরি না করে নিচের কয়েকটি ইতিহাসের প্রশ্নোত্তর পড়ে নাও।।।
💢 গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন?
✅ লালা হরদয়াল।
💢 ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়?
✅ ১৮৭৬ খ্রীষ্টাব্দে।
💢 গ্রাণ্ড ট্রাঙ্ক রোড কে প্রতিষ্ঠা করেন?
✅ শেরশাহ।
💢 ভাস্কো ডা গামা প্রথমে কোন বন্দরে আসেন?
✅ কালিকট বন্দরে।
💢 ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
✅ রামমোহন রায়।
💢 ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
✅ লর্ড ক্যানিং।
💢 অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?
✅ প্রমথনাথ মিত্র।
💢 জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল ?
✅ ১৯১৯ খ্রীষ্টাব্দের ১৩ই এপ্রিল।
💢 ‘মেইন ক্যাম্ফ’ গ্রন্থের রচয়িতা কে?
✅ হিটলার।
💢 মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন?
✅ ১৮৬৯ খ্রীষ্টাব্দে।
আরও পড়ুন ;
| General Knowledge Part - 2 | CLICK HERE |
| General Knowledge Part - 3 | CLICK HERE |
| History MCQ Questions Part - 2 | CLICK HERE |
| History MCQ Questions Part - 3 | CLICK HERE |

No comments:
Post a Comment