ছাত্র বন্ধু

এখানে আপনারা পেয়ে যাবেন প্রতিদিনের Current Affairs, Quizzes, Questions & Answer প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে । তাই দেরি না করে আমাদের সাথে যুক্ত হন নিজের Career কে সফভাবে প্রতিষ্ঠত করতে

Breaking

Saturday, April 23, 2022

Indian Railway Genaral Knowledge MCQ Questions for All Competitive Exams

Indian Railway Genaral Knowledge MCQ Questions for All Competitive Exams

Indian Railway Genaral Knowledge MCQ Questions for All Competitive Exams

নমস্কার বন্ধুরা, 

আজ আমি তোমাদের ভারতীয় রেলওয়ে সম্পর্কে(Indian Railway MCQ) কিছু গুরুত্বপুর্ণ প্রশ্ন সেট প্রদান করছি যেগুলো বিভিন্ন Competitive Exams যেমন WBSSC Group C & Group D, WBCS , Railway NTPC, সহ আরো অনান্য পরীক্ষায় খুবই সাহায্য করবে বলে আশা করছি, 

সুতরাং দেরি না করে ভারতীয় রেলওয়ে সম্পর্কে নিচের 30 টি জেনারেল নলেজের প্রশ্নোত্তর পড়ে নাও।।।


আর এরকমই সব ধরনের আপডেট ও প্রতিদিনের কুইজ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন, লিংক নিচে দেওয়া হলো-


 


💢 ভারতে প্রথম রেলপথের প্রস্তাবনা হয় কত সালে ?

উত্তর: ১৮৩২ সালে


💢 ভারতীয় রেলের হেড কোয়ার্টার কোথায় ?

উত্তর: নিউ দিল্লি


💢 ভারতের মোট রেলপথের দৈর্ঘ্য কত ?

উত্তর: প্রায় ১,১৫,০০০ কিমি


💢 স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন ?

উত্তর: জন মাথাই


💢 ভারতীয় রেল এশিয়ার মধ্যে বৃহত্তম এবং পৃথিবীর মধ্যে চতুর্থ রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা, শীর্ষস্থান অধিকারী দেশগুলি হল - 

উত্তর: আমেরিকা, চীন ও রাশিয়া


💢 ভারতীয় রেলের "জনক"  কে ?

উত্তর: লর্ড ডালহৌসি


💢 পঃবঙ্গ থেকে প্রথম রেলমন্ত্রী কে হয়েছিলেন ?

উত্তর: আবু বরকত আলি গনিখান চৌধুরী [ ২ সেপ্টেম্বর ১৯৮২ ]


💢 রেলের বৈদুতিককরণে ভারতীয় রেল পৃথিবীর মধ্যে ?

 উত্তর: দ্বিতীয় স্থান অধিকার করে (রাশিয়া প্রথম)



💢 সবথেকে কম রেলপথ যুক্ত রাজ্য কোনটি ?

উত্তর: মণিপুর


💢 সবথেকে বেশি রেলপথ যুক্ত রাজ্য কোনটি ?

 উত্তর: উত্তর প্রদেশ


💢 ভারতীয় রেলের ম্যাসকট -

উত্তর: ভোলু দ্য গার্ড (২০০২)


💢 সর্বাধিক টানেল যুক্ত ভারতীয় রেলওয়ে ডিভিশন কোনটি ?

উত্তর: নর্দান রেলওয়ের কালকা সিমলা ডিভিশন (১০৩ টি)


💢 ভারতের বৃহত্তম রেলওয়ে জোন কোনটি ?

উত্তর: নর্দান রেলওয়ে


💢 প্রথম বৈদুতিক ট্রেন চালু হয় -

উত্তর: মুম্বাই থেকে কুরলার মধ্যে

 

💢 প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায় কতো সালে ?

উত্তর: ২৪শে অক্টোবর ১৯৮৪ সালে


💢 এশিয়ার বৃহত্তম " সলিড স্টেট ইন্টারলকিং সিস্টেম " কোথায় অবস্থিত ?

উত্তর: পশ্চিমবঙ্গের খড়্গপুরে

💢 প্রথম কম্পিউটার চালিত রিজার্ভেশন চালু হয় কোথায় ? 

উত্তর: নিউ দিল্লী (২০০২)


💢 ভারতের প্রথম শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন চলে -

উত্তর: মুম্বাই (২০১৭ সালের ২৫ ডিসেম্বর)


💢 পশ্চিম মেদিনীপুর এর " হিজলি ষ্টেশন " এর গুরুত্ব কি ? 

উত্তর: পশ্চিমবঙ্গের প্রথম মহিলা চালিত ষ্টেশন


💢 ভারতে মোট রেলষ্টেশন আছে --

উত্তর: প্রায় ৮০০০-৮৫০০ টি


💢 প্রথম রেলওয়ে টানেল হয় কোথায় ?

উত্তর: মুম্বাইয়ের পার্সিক টানেল


আরও পড়ুন;

 জেনারেল নলেজ প্রশ্নোত্তর

 পরিবেশ বিদ্যার কয়েকটি গুরুত্বপুর্ণ প্রশ্নোত্তর

 ইতিহাস কয়েকটি গুরুত্বপুর্ণ প্রশ্নোত্তর

No comments:

Post a Comment