ছাত্র বন্ধু

এখানে আপনারা পেয়ে যাবেন প্রতিদিনের Current Affairs, Quizzes, Questions & Answer প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে । তাই দেরি না করে আমাদের সাথে যুক্ত হন নিজের Career কে সফভাবে প্রতিষ্ঠত করতে

Breaking

Tuesday, June 15, 2021

Current Affairs Today in Bengali 15.06.21

 Current Affairs Today: 

Hi Aspirants of Bengal or any other states check out the latest current affairs in Bengali on 15.06.21, 

নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ Current Affairs নিয়ে , যা আপনাদের UPSC, Bank , Railway এবং আরও অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 
এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন সম্পূর্ণ বাঙলা ভাষায় Daily Quize, Monthly Current Affairs in Bengali pdf এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য । 

1. সম্প্রতি, কোন রাজ্য সরকার ‘যুব শক্তি করোনা মুক্তি অভিযান’ চালু করেছে ?

ANSWER: (B) মধ্যপ্রদেশ

 2. ইস্রায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন ?

ANSWER: (D) নাফতলি বেনেট/Naftali Bennett
Explain:-

 3. মহাবীর চক্র প্রাপক কিংবদন্তি প্রবীণ ব্রিগেডিয়ারের নাম কী, যিনি সম্প্রতি মারা গেলেন ?

ANSWER: (C) রঘুবীর সিং
Explain:-

 4নিম্নলিখিতগুলির মধ্যে কে "ডায়াবেটিস ইন্ডিয়া ওয়ার্ল্ড কংগ্রেস - 2021  " তে প্রধান অতিথি হিসাবে অংশ নিয়েছেন? 

ANSWER: (A) জিতেন্দ্র সিং
Explain:-

 5. প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং সম্প্রতি কতো বছরের জন্য প্রতিরক্ষা খাতে উন্নয়নের জন্য বাজেটে 498.8 কোটি টাকার সহায়তার অনুমোদন দিয়েছেন ?

ANSWER: (B) 5 বছর
Explain:-

 6. চেক প্রজাতন্ত্রের কোন মহিলা খেলোয়াড় সম্প্রতি  ফরাসি ওপেন টেনিসে মহিলাদের একক এবং ডাবল খেতাব জিতেছেন ?

ANSWER: (A) বারবোরা ক্রাজিকোভা/Barbora Krajsikova
Explain:-

 7. জি -7 নেতারা সম্প্রতি কোন দেশের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মোকাবেলার জন্য B3W চালু করেছে ?

ANSWER: (B) চীন
Explain:-

 8. ‘21 ফ্রেঞ্চ ওপেন মেনস সিঙ্গলস শিরোনাম 2021 কে জিতেছে?

ANSWER: (D) নোভাক জোকোভিচ/Novak Djokovic
Explain:-

 9. কেন্দ্র সরকার  উত্তরপ্রদেশে 'জীবন মিশন' এর আওতায় কত পরিমাণ টাকা বরাদ্দ করেছে ? 

ANSWER: (A) 10870 কোটি টাকা
Explain:-

 10. শুক্র গ্রহটি অধ্যয়নের জন্য মিশন ‘এনভিশন’ কোন মহাকাশ সংস্থা দ্বারা  চালু করা হয়েছে ?

ANSWER: (C) ESA(European Space Agency)
Explain:-

11. প্রতি বছর 15 জুন কোন দিবস হিসাবে পালন করা হয়?

ANSWER: (A) বিশ্ব বাতাস দিবস
Explain:-

আরো পড়ুন ; গত কালের Current Affairs...


No comments:

Post a Comment