ছাত্র বন্ধু

এখানে আপনারা পেয়ে যাবেন প্রতিদিনের Current Affairs, Quizzes, Questions & Answer প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে । তাই দেরি না করে আমাদের সাথে যুক্ত হন নিজের Career কে সফভাবে প্রতিষ্ঠত করতে

Breaking

Monday, June 14, 2021

Current Affairs Today 10.06.21

Current Affairs Today (10.06.21):

Hi Aspirants of Bengal or any other states check out the latest current affairs in Bengali on 10.06.21, 

নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ Current Affairs নিয়ে , যা আপনাদের UPSC, Bank , Railway এবং আরও অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন সম্পূর্ণ বাঙলা ভাষায় Daily Quize, Monthly Current Affairs in Bengali pdf এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য । 


1. আবদুল্লা শহীদ UN General Assembly (UNGA) র নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ,তিনি কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী?

ANSWER: (B) মালদ্বীপ
Explain:-

 

2. মহাপরিচালক নেভাল অপারেশনস(Director General Naval Operations) হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন?

ANSWER: (A) Rajesh Pendharkar
Explain:-

 

3. সম্প্রতি, কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল ‘জাহান ভোট, ওয়াহান টিকা’ নামে একটি টিকা কর্মসূচির প্রচার চালু করেছে ?

ANSWER: (D) দিল্লি
Explain:-

 

4. কোন রাজ্য সরকার কোভিডের টিকাদানের জন্য "গোলাপী বুথ" চালু করেছে?

ANSWER: (C) উত্তরপ্রদেশ
Explain:-

 

5. সম্প্রতি ভারতের কোন গ্রাম প্রথম সেখানকার সমস্ত জনসাধরণকে COVID-19 টিকাদানের কাজ সম্পন্ন করলো?

ANSWER: (B) ওয়েয়ান
Explain:-

 

6. নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের এইচএসবিসি(HSBC)  সিইও নিযুক্ত হয়েছেন?

ANSWER: (A) হিতেন্দ্র দাভে
Explain:-

 

7. সম্প্রতি, ভারত কতো বছরের জন্য ইউএন অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলে(UN Economic and Social Council) নির্বাচিত হয়েছে 

ANSWER: (B) ৩ সাল
Explain:-

 

8. সম্প্রতি, ইসরো ক্লিনিকে ব্যবহারের জন্য 3 ধরণের ভেন্টিলেটর তৈরি করেছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি  ওগুলোর একটিও নয়?

ANSWER: (D) Shwaas
Explain:-

 

9. কে তেল নিয়ন্ত্রকের নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ হয়েছেন - PNGRB (পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস নিয়ন্ত্রক বোর্ড)

ANSWER: (A) সঞ্জীব নন্দন সাহাই
Explain:-

 

10. নিম্নলিখিত দেশগুলির মধ্যে সম্প্রতি কোন দেশ 3 থেকে 17 বছর বয়সের শিশুদের জন্য সিনোভাক বায়োটেকের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে?

ANSWER: (C) চীন
Explain:-

No comments:

Post a Comment