ছাত্র বন্ধু

এখানে আপনারা পেয়ে যাবেন প্রতিদিনের Current Affairs, Quizzes, Questions & Answer প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে । তাই দেরি না করে আমাদের সাথে যুক্ত হন নিজের Career কে সফভাবে প্রতিষ্ঠত করতে

Breaking

Thursday, June 17, 2021

Current Affairs Today in Bengali 17.06.21

 Current Affairs Today: 

Hi Aspirants of Bengal or any other states check out the latest current affairs in Bengali on 17.06.21, 

নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ Current Affairs নিয়ে , যা আপনাদের UPSC, Bank , Railway এবং আরও অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 
এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন সম্পূর্ণ বাঙলা ভাষায় Daily Quize, Monthly Current Affairs in Bengali pdf এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য । 


"Live as if you were to die tomorrow. Learn as if you were to live forever"

                                        _Mahatma Gandhi

1. কোন রাজ্য সরকার "বৈদিক শিক্ষা ও সংস্কার বোর্ড" চালু করেছে ?

ANSWER: (C) রাজস্থান

 2. নিম্নলিখিতগুলির মধ্যে কোন সংস্থা সমস্ত 'জাতীয় হাইওয়ে প্রকল্পে' ড্রোন দ্বারা নিরীক্ষণ কে বাধ্যতামূলক করে তুলেছে ?

ANSWER: (D) ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ ( National Highways Authority of India )
Explain:-

 3. 36 বছর বয়সী সাবা সাকর সম্প্রতি কোন দেশের প্রথম মহিলা বক্সিং কোচ হয়েছেন ?

ANSWER: (B) মিশর
Explain:-

 4. সম্প্রতি, ভারতের কোন শহরে প্রথম সবুজ ছত্রাকের সংক্রমণের রিপোর্ট ধরা পড়েছে ?

ANSWER: (A) ইন্দোর
Explain:-

 5. সম্প্রতি, কোন রাজ্য সরকার পুলিশের নিয়োগে তৃতীয় লিঙ্গের অনুমোদন করেছে ?  

    পশ্চিমবঙ্গ

ANSWER: (D) ওড়িশা
Explain:-

 6. নিচের কোন সংস্থা ‘এমএল (মেশিন লার্নিং) সামার স্কুল চালু করেছে ?

ANSWER: (B) আমাজন
Explain:-

 7. সম্প্রতি প্রকাশিত "ওয়ার্ল্ড গিভিং ইনডেক্স 2021" এ ভারতের র‌্যাঙ্কটি কী ?

    13 তম
     তম
    11 তম

ANSWER: (A) 14 তম
Explain:-

 8. Coursera প্রকাশিত ‘গ্লোবাল স্কিল রিপোর্ট 2021’ অনুসারে, ভারত বিশ্বব্যাপী সামগ্রিকভাবে 67 তম স্থান পেয়েছে। কোন দেশ শীর্ষে আছে ?

ANSWER: (C) সুইজারল্যান্ড
Explain:-

 9. নিম্নলিখিত কোন বছরের মধ্যে  ভারত ২.6 কোটি হেক্টর অবনমিত জমি পুনরুদ্ধারের পরিকল্পনা গ্রহণ করেছে ?

    2024
    2028

ANSWER: (A) 2030
Explain:-

 10. কোন রাজ্য সরকার 18 বছরের কম বয়সী বাচ্চাদের মধ্যে 50 লক্ষ ওষুধের কিট বিনামূল্যে বিতরণ করবে ?

ANSWER: (B) উত্তরপ্রদেশ

Explain:-

11. প্রতি বছর 17 জুন কোন দিবস হিসাবে পালিন করা হয়?

ANSWER: (A) World Day to Combat Desertification and Drought
Explain:-

আরো পড়ুন ; গত কালের Current Affairs...






1 comment: